শনিবার, ৩০ মার্চ, ২০১৩

সংখ্যালঘু নির্যাতন বন্ধে 'প্রতীকী শান্তি পদযাত্রা'

গণজাগরণ সংবাদ
সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর ধারাবাহিক নির্যাতন-নিপীড়ন বন্ধে কার্যকর ভূমিকাসহ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে তা প্রকাশের দাবি জানিয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চ। কেন্দ্রীয় শহীদ মিনারে 'প্রতীকী শান্তি পদযাত্রা' শুরুর আগে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে রাজনীতিবিদ ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এ দাবি জানান। পরে প্রতীকী শান্তি পদযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়।

পিটিবি নিউজ২৪ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দের সভাপতিত্বে ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রাজন ভট্টাচার্যের সঞ্চালনায় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সংগঠক মুর্শিকুল ইসলাম শিমুল, সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্যসচিব ফজলুর রহমান বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্পাদক কমল ঘোষ, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সহসভাপতি তপন বিশ্বাস প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন