বুধবার, ২০ মার্চ, ২০১৩

সাতক্ষীরায় মামুন হত্যা মামলার আসামি শিবির কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় ছাত্রলীগের সাবেক নেতা ও সিটি কলেজের প্রভাষক এ বি এম মামুন হত্যা মামলার অন্যতম আসামি শিবির কর্মী আতিয়ার রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরতলির ধলিহর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আতিয়ার এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা সাতক্ষীরা শহরের কাসেমপুর এলাকায় প্রভাষক এ বি এম মামুনের বাড়িতে হামলা চালান।
একপর্যায়ে তাঁরা মামুনের বাড়িতে আগুন ধরিয়ে দেন এবংতাঁকে পিটিয়ে হত্যা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন