বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

হেফাজতে ইসলামকে শান্তির পথে আসার আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শান্তির জন্য আলোচনার দরজা বন্ধ না করে শান্তির পথে আসার জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণমঞ্চ।

বুধবার রাত সাড়ে ১০ টায় শাহবাগের গণজাগরণ মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় মঞ্চের মুখপাত্র ও ব্লগার এ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্টের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “যেহেতু ইসলাম শান্তির ধর্ম তাই, আলোচনার দরজা বন্ধ করে সহিংসতা না চালিয়ে আলোচনার মাধ্যমে আমরা যে শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখি তা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। আশা করি, আপনার বিষয়টি বুঝতে পারবেন কারণ বিশিষ্ট আলেম- একরামরা বিজ্ঞ ব্যক্তি।”

আলোচনার সময় এবং স্থান সম্পর্কে তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো জায়গায় যেকোনো সময় এ আলোচনা হতে পারে।”

ইমরান বলেন, “আজ (বুধবার) চট্রগামে পূর্বঘোষিত যে কর্মসূচি ছিল আমরা গতকাল (মঙ্গলবার) স্থগিত করে চট্টগ্রামের আলেম-একরামদের সঙ্গে আলোচনার জন্য রওনা হয়েছিলাম। ফেনীতে যাওয়ার পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফেনী প্রশাসন হাইওয়েতে বাধা দিয়ে আমাদের চট্টগ্রাম যেতে নিষেধ করে। এর কারণ জানতে চাইলে তারা ফেনির পুলিশ সুপার পরিতোষ বাবুর কার্যালয় ফেনী পুলিশ লাইনে নিয়ে যায়।”

তিনি বলেন, “সেখানে গেলে পুলিশ সুপার নিরাপত্তার কথা বলে আমাদের যেতে বাধা দেন। ১৫-২০ মিনিট আলোচনা করে তাকে বোঝাতে ব্যর্থ হয়ে আমরা ঢাকায় ফিরে আসি।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের আন্দোলন অহিংস। চট্রগ্রামে আমাদের তেমন কোনো কর্মসূচি ছিলনা। আমরা ১৪৪ ধারায় ভাঙতে চাইনি। আমরা কেবল আলেমদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম আমাদের নামে যেসব অপবাদ প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কখনও ধর্মের বিরুদ্ধে কথা বলিনি এবং ধর্মীয় উস্কানিও দেইনি। আমরা আলেমদের কাছে জানতে চেয়েছিলাম আমাদের বিরুদ্ধে তারা কি কি অভিযোগ পেয়েছেন। এই জন্যই আলোচনার আয়োজন।”

ধর্মের সঙ্গে গণজাগরণ  মঞ্চে কোনো মতবিরোধ নেই উল্লেখ করে ডা. ইমরান বলেন, “আশা করি, হেফাজতে ইসলামের নেতারা বিষয়টি বুঝতে পারবেন। আমাদের ছাত্রনেতারাসহ বিভিন্ন নেতৃবৃন্দ তাদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ব্লগার মানেই নাস্তিক নয় এবং ধর্মের সঙ্গে ব্লগারদের কোনো বিরোধ নেই  বলেও জানান তিনি।

ফেনি থেকে ফিরে এসে এ সংবাদ সম্মেলনে  ডা. ইমরান বলেন, “আমরা কেবল যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছি।”


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন