মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় গণজাগরণ মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ হয়। এতে
বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী,
প্রক্টর সিরাজ উদদৌল্লাহ, সহকারী প্রক্টর জিয়াউর রহমান খানসহ প্রগতিশীল
ছাত্রসংগঠনগুলোর নেতারা।
পরে বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন