বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

গণজাগরণ মঞ্চ, গাজীপুরঃ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়কে অভিনন্দন



১৯৭১ সালে সংঘটিত হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নি-সংযোগসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আমরা দায়মুক্তির পথে এগিয়ে গেলাম আরেক ধাপ। শোধ হলো আরেক ফোঁটা রক্তের ঋণ। আজকের ন্যায্য রায়ে প্রান ঢালা অভিনন্দন জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কে। অভিনন্দন ৭১এর মুক্তিযুদ্ধের পক্ষের সকল বাংলাদেশীদেরকে। অভিনন্দন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচনী ইশতেহারে তাঁর দলের  যুদ্ধপরাধ ইস্যুর কমিটমেন্টকে।

মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ চলবে। সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবার আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। বিজয় অনিবার্য।

জয় বাংলা।

জুলীয়াস চৌধুরী
উদ্যোক্তা ও সমন্ময়কারী
গণজাগরণ মঞ্চ, গাজীপুর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন