মঙ্গলবার, ২১ মে, ২০১৩

হেফাজতের পক্ষে মিছিল করা নেতাদের ধমকালেন এরশাদ

ঢাকা: হেফাজতে ইসলামের অবরোধ-সমাবেশের দিনে মিছিল করায় অতি উৎসাহী নেতাদের ধমকালেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে প্রেসিডিয়ামের বৈঠকে এ ঘটনা ঘটে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রেসিডিয়াম সদস্য এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কথা ছিল হেফাজতে ইসলামের সমাবেশে জাতীয় পার্টি শুধু পানি খাওয়াবে। কিন্তু কেন জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল করলেন কড়াভাবে তা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চান এরশাদ।


এ সময় ওই দিন মিছিল করতে গিয়ে দু’জন নেতাকর্মী নিহত হওয়ার দায় কে নেবে এমন প্রশ্নও রাখেন এরশাদ। এ সময় এরশাদকে এক নেতা বোঝানোর চেষ্টা করেন, পার্টির নেতাকর্মীরা নিহত হয়েছেন পার্টির অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে। এরশাদ তখন ওই নেতাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলেন, “আমি ভালো জানি। আমাকে অপব্যাখ্যা দিতে এসো না।”

ডিসিসি দক্ষিণের মেয়র পদে কাজী ফিরোজ রশীদকে মনোনয়ন দেওয়া হলেও তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন বলে জানানো হয় বৈঠকে।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ৩০০ আসনের প্রার্থী বাছাই করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রার্থী যাচাই-বাছাই করার জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দারকে সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এক মাসের মধ্যে পার্টির চেয়ারম্যানের কাছে একটি প্রতিবেদন পেশ করবেন।

বনানীস্থ পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। অংশ নেন প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এমপি, কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপি, জিএম কাদের এমপি, মুজিবুর রহমান এমপি, মোঃ আবুল কাশেম, এম এ হান্নান, হাফিজ উদ্দিন আহমেদ এমপি, মোঃ গোলাম হাবিব দুলাল, আলহাজ্ব করিম উদ্দিন ভরসা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ব্রি. কাজী মাহমুদ হাসান (অব.), গোলাম কিবরিয়া টিপু এমপি এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন