বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

কামারুজ্জামানের পক্ষে কথা বলায় গণপিটুনি

কালের কণ্ঠ, শেরপুর প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের রায় ঘোষণার অপেক্ষায় থাকা জামায়াত নেতা কামারুজ্জামানের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক কাজী। বুধবার সকালে শেরপুরের নকলার কাচারি মোড়ে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার কাজী মাওলানা হান্নান মিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নকলা উপজেলার কায়দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।

জানা যায়, জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন বিচারের রায় ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে মাওলানা হান্নান নকলা কাচারি মোড় এলাকায় কামারুজ্জামানের পক্ষ নিয়ে কথা বলতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর পক্ষে উঁচু গলায় কথা বলায় তাঁকে উত্তম-মধ্যম দিলে তিনি গুরুতর আহত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন