বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম:
সেক্টর কমাণ্ডার ফোরাম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৭ সংগঠনের ডাকা
হরতালের সমর্থনে বন্দরনগরীতে মশাল মিছিল করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম
শহীদ মিনার থেকে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি সিনেমা প্যালেস, জেলা
পরিষদ চত্বর, আন্দরকিল্লা হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।
হেফাজতে ইসলামের ৬ এপ্রিল লংমার্চের
প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশব্যাপী এ
হরতালের ডাক দেওয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত হরতাল
সমর্থনে মশাল মিছিলে ঘাতক দালাল নির্মূল কমিটি, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ
উদ্যোগ, উদীচী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, আবৃত্তি সংগঠন প্রমাসহ
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের
সমন্বয়ক শরীফ চৌহান হেফাজতে ইসলামকে প্রতিহত করতে সব শ্রেণি-পেশষার মানুষকে
সতস্ফূর্তভাবে হরতাল পালন করতে আহবান জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
মশাল মিছিলে উদীচীর সাধারণ সম্পাদক সুনীল
ধর, সাংবাদিক হাসান ফেরদৌস, আবৃত্তি সংগঠন প্রমার পরিচালক রাশেদ হাসান
প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে যুদ্ধাপরাধীদের
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে
প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
এছাড়া শুক্রবার বিকেল ৩টা ও শনিবার
দিনব্যাপী প্রেসক্লাবের সামনে স্থাপিত গণজাগরণ মঞ্চে গণঅবস্থান করবেন
গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন