বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

হেফাজত অতি পর্দা আরোপের ফতোয়া দিচ্ছে

হেফাজতে ইসলাম নারীর পর্দার নামে ‘অতি পর্দা’ আরোপের ফতোয়া দিচ্ছে বলে অভিযোগ তুলেছে চট্টগ্রামের একটি ইসলামি সংগঠন।

বুধবার নগরীতে ‘আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাস্ট, চট্টগ্রাম’ নামের এই সংগঠনটি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ আনে। 


সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা সাইফুর রহমান নিজামীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরসরাই মস্তান নগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আ ম ম শফিউল আলম শফিনগরী নিজামী।

এতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম আইন-আমল-মাসআলা ফতোয়ার বাড়াবাড়ি করে নারীর পর্দার নামে অতি পর্দা আরোপ করে ফতোয়াবাজী করছে।’

নগরীর ভিআইপি টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে ‘নারী নেতৃত্ব হারাম বা তারা গৃহস্থালী কাজে নিয়োজিত থাকবে’ এমন বিষয় ইসলামে নেই উল্লেখ করে বলা হয়, ‘নারীদের শালীন পোশাক পড়ে পুরুষদের পাশাপাশি সামাজিক, রাষ্ট্রীয় উন্নয়নে ভূমিকা রাখার অধিকার রয়েছে।’

ইসলামের নবীর (স.) প্রতি ‘কটুক্তিকারীদের’ সর্বোচ্চ শাস্তি দাবি ও ইসলামের নামে নৈরাজ্য, সহিংসতার প্রতিবাদে আগামী ২০ এপ্রিল নগরীর লালদীঘী মাঠে ঐতিহাসিক সুন্নী মহাসমাবেশ সফল করারও আহবান জানানো হয় এতে। 

এসময় ট্রাস্টের সহ-সভাপতি শাহীন হামিদ ইব্রাহিম, সোহেল মাহমুদ ইসলাম, সদস্য আলমগীর কবির, মো. শহীদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন