বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

জামায়াতের প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভাংচুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেটের কানাইঘাটে মাদ্রাসার অধ্যক্ষের গাড়িতে হামলার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জামায়াত-শিবিরের বেশকিছু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

সিলেটের কানাইঘাটে মাদ্রাসার অধ্যক্ষের গাড়িতে হামলার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জামায়াত-শিবিরের বেশকিছু প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইঘাট বাজারে এ ঘটনা ঘটে।


কানাইঘাট থানার ওসি আব্দুল হাই বলেন, ইসলাম অবমাননাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ করে ফেরার পথে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম (হিন্দ) এর সভাপতি ও কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলীম উদ্দিনের গাড়িতে হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা।

এ খবর ছড়িয়ে পড়লে দারুল উলুম মাদ্রাসার ছাত্র এবং স্থানীয় জনতা মিলে জামায়াত নিয়ন্ত্রিত কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করে।

দুই দফার এ হামলায় ইসলামী ক্যাংকের বুথসহ অন্তত ২৫টি দোকানে ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হন নয় জন।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন