বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বন্দরনগরীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থাপিত গণজাগরণ মঞ্চ থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি জামালখান সড়ক, চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা হয়ে ফের চেরাগী মোড়ে এসে শেষ হয়।

এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চে এসে জমায়েত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় সবার মুখে ছিল যুদ্ধাপরাধী ও জামায়াত শিবির নিষিদ্ধের স্লোগান।
মিছিলে নারীনেত্রী নূরজাহান খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা.চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সাংবাদিক রিয়াজ হায়দার, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন, মহিলা নেত্রী নীলু নাগসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন