বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

জামায়াত নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রপতি বরাবর চিঠি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক সংগঠনের কর্মকাণ্ড নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছে গাজীপুর গণজাগরণ মঞ্চ।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে এ চিঠি দেওয়া হয়।

এর আগে গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির গাজীপুর অফিসে আহ্বায়ক জুলীয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়।


এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাবিশ্ব থেকে সব দেশপ্রেমিক নাগরিক জামায়াত-শিবিরসহ সব সাম্প্রদায়িক সংগঠন ও সংগঠনসমূহের কর্মকাণ্ড নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধের অনুরোধ জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন।

একই উদ্দেশ্যে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর জন্য বিশ্ববাসীর কাছেও গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হবে। দেশ-বিদেশের গণজাগরণ মঞ্চগুলো এ কর্মসূচির প্রচারণা ও তদারকি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত অন্যান্য কর্মসূচিও একই সঙ্গে চলতে থাকবে।

এবিষয়ে গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির আহ্বায়ক জুলীয়াস চৌধুরী জানান, জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক সংগঠনগুলো অনেকদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রচলিত আইনে তাদের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। এ জন্য নতুন আইন প্রণয়ন করাও সময় সাপেক্ষ। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সব সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

এ সংক্রান্ত আরও তথ্য গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির ওয়েব সাইটে পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন