বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দ্বিধাবিভক্ত

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দ্বিধাবিভক্ত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গণতন্ত্র আজ বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির বিজয় হয়েছিল। রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় শহীদ হওয়ার সময়ও এ দেশের দামাল ছেলেরা বলেছে_'জয় বাংলা'। কিন্তু আজ আবারও বিতর্কিত করা হচ্ছে মুক্তিযুদ্ধকে। উসকানি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতাকে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউ বেইলি রোডে গণফোরামের স্থায়ী পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল এ কথা বলেন। শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলনকে ইতিবাচক ব্যাখ্যা দিয়ে ড. কামাল হোসেন বলেন, তরুণরা ন্যায় ও সুষ্ঠু বিচার চায়। দেশে বিরাজমান সহিংসতা বন্ধে সরকারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। বিরোধী দলসহ সবাইকে গঠনমূলক ও দায়িত্বশীল আচরণের আহবান জানান ড. কামাল হোসেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামালসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন