মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

আমার দেশে হেফাজতের ৮৫ কোটি টাকা ভাগাভাগি: মাহমুদুর নিয়েছেন ৪ কোটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হেফাজতের সমাবেশকে ঘিরে অনেক টাকার লেনদেন হয়েছে। এ টাকা আমার দেশ অফিসে বসে ভাগ বাটোয়ারা হয়েছে।

এ সময় তিনি একটি অনলাইন পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, “হেফাজতের সমাবেশকে ঘিরে ৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এ টাকা থেকে হেফাজত নিয়েছে ৪৫ কোটি টাকা এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নিয়েছেন ৪ কোটি টাকা।”


মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হেফাজতের মহাসমাবেশ থেকে সরকার উৎখাতের চেষ্টা চিলো বলেও অভিযোগ করেন হানিফ।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দুই বারের প্রধানমন্ত্রী হিসেবে হেফাজতের সমাবেশ নিয়ে ষড়যন্ত্রে খালেদা জিয়া কিভাবে পা রাখলেন? কি করে তিনি এ ষড়যন্ত্রকে সমর্থন দিলেন, জাতি তা জানতে চায়।”

জনগণ ১৮ দলের হরতাল প্রত্যাখান করেছে মন্তব্য করে তিনি বলেন, “ক্ষমতায় যেতে খালেদা জিয়ার তর সইছে না। এজন্য তারা দেশকে অস্থিতিশীল করতে এসব নাশকতামুলক কর্মসূচি দিচেছ।”

শ্রমিক লীগের সভাপতি শক্কুর মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি হাফিজ উদ্দিন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন