মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

হরতালের প্রতিবাদে রাজশাহীতে একাত্তর মঞ্চের লাঠি মিছিল

রাজশাহী: ১৮ দলের ডাকা হরতালের ৩৬ ঘণ্টার প্রতিবাদে ও আটক ব্লগারদের মুক্তির দাবিতে রাজশাহীতে লাঠি মিছিল ও সমাবেশ করেছে একাত্তর মঞ্চ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি বের হয়। মহানগরীর সোনাদীঘির মোড় ঘুরে মিছিলটি আলুপট্টিতে গিয়ে শেষ হয়।


লাঠি মিছিলে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, সিপিবি নেতা আবুল কালাম আজাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নগর সম্পাদক মো. কামরুজ্জামান, রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার, নারী নেত্রী কল্পনা রায় প্রমুখ।

এছাড়া লাঠি মিছিলে একাত্তর মঞ্চের সংগঠক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন