বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার

ঢাকা: দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকের কথিত স্কাইপি সংলাপ প্রকাশ, ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কারওয়ানবাজারে ‘আমার দেশ’ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে এখানে তিনি দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন।


গ্রেফতারের পর তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে নেওয়া হয়েছে।

ডিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির বিশেষ একটি দল মাহমুদুর রহমানের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। এর আধা ঘণ্টা পর ডিবির ওই দলটিই আমার দেশ অফিসে আসে। এসময় মাহমুদুর রহমানের অফিসে চল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ল্যাপটপ, কয়েকটি পেনড্রাইভ, দুটি হার্ডডিস্ক, একটি সিপিইউ জব্দ করে নিয়ে যায়।

এ মুহূর্তে বিএসইসি ভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ভবনেই আমার দেশ কার্যালয়।

ভবনটির নিরাপত্তাকর্মী সাইফুল ও আতিকুল জানান, ডিবির লোকজন সকাল সাড়ে ৮টা থেকেই বিএসইসি ভবনের সামনে জড়ো হয়। একসময় পুলিশ পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।

ব্লগারদের লেখা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করে সাধারণ মানুষের ধর্মীয় অনভূতিতে আঘাত, এর আগে বিচারপতির স্কাইপি কথোপকথন প্রকাশ ইত্যাদি অভিযোগ রয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে। এছাড়া দৈনিকটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালত, সরকার, টাইব্যুনালসহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখালেখির অভিযোগ রয়েছে।

আমার দেশ-এর ব্রিফিং
মাহমুদুর রহমান গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “তাকে গুম করার উদ্দেশ্যেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেউ যাতে কোনো ফুটেজ না পায় সেজন্য প্রথমেই অফিসের সিসি ক্যামেরাগুলো জব্দ করা হয়। এছাড়া অন্য সহকর্মীদের কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “৯টা বাজার ৫ মিনিট বাকি থাকতে তারা (আইন শৃঙ্খলা বাহিনী) অফিসের ভেতরে ঢোকে এবং ৯টা ৮ মিনিটে তাকে ধরে নিয়ে যায়। এ সময় মাহমুদুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার দিকে অস্ত্র তাক করা হয়। এ সময় নারী সহকর্মীরা তাকে আটকাতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ডিবি সদস্যরা।” গ্রেফতারের প্রতিবাদে আমার দেশ কার্যালয়ের ভেতরে স্লোগান দিচ্ছেন মাহমুদুর রহমানের সহকর্মীরা।

বেলা ১২টার সময় মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সমানে আমার দেশ পত্রিকা ও অন্য সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করবেন। গ্রেফতারের সময় মাহমুদুর রহমান লুঙ্গি ও পাঞ্জাবি পরে ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন