শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

ব্লগারদের মুক্তি দাবি করেছে আইএফজে

ঢাকা: বাংলাদেশে সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে চার ব্লগার গ্রেফতার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। তার‍া অবিলম্বে গ্রেফতার চার ব্লগারকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।


উল্লেখ্য, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ এবং মশিউর রহমান বিপ্লবকে গত ১ এপ্রিল গ্রেফতার করে সাতদিনের রিমান্ড নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তিন এপ্রিল আটক করে রিমান্ডে নেওয়া হয় আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনকে।

এই গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের অন্যান্য সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সোচ্চার পক্ষগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে ওই চার যুবকের মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে আইএফজে।

বিবৃতিতে একই সঙ্গে বাংলাদেশের সংবিধান কর্তৃক সুরক্ষিত মত প্রকাশের স্বাধীনতার অধিকার সমুন্নত রাখতে দেশের সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের অনুভূতিকে আমলে নেওয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানানো হয়।

আইএফজে বিশ্বের ১৩১ টি দেশের ছয় লক্ষাধিক সাংবাদিকের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন