বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

লংমার্চে জামায়াত ও বিএনপি নাশকতার চেষ্টা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণজাগরণ সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা লংমার্চে জঙ্গিবাদী শিবির ও বিপথগামী বিএনপির নেতারা নাশকতার চেষ্টা চালাবেন। কিন্তু তাঁদের অপচেষ্টা দমন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে ।’
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক গোষ্ঠীকে দেশে মানুষ খুন করার লাইসেন্স দিইনি।’ তিনি বলেন, রাজনীতির নামে একটি গোষ্ঠী নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করছে, গাড়ি পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।
সারা দেশে সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি যত্ন নিয়ে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি আইনের বাইরে চলে গেলে সরকার ব্যবস্থা নেবে।
হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি কেন দেওয়া হলো জানতে চাইলে মন্ত্রী বলেন, অনুমতি দেওয়া হলেও সমাবেশের জন্য তাদের একটি জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সমাবেশে কোনো ধরনের অপচেষ্টা মেনে নেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাস মালিক সমিতির নেতারা লংমার্চ ও হরতাল সমর্থন করেন না। সারা দেশে সহিংসতায় ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুলিশের ১০ জন রয়েছে। বাকি ৬৭ জন জামায়াত, শিবিরের হাতে মারা গেছে বলে মন্ত্রী জানান। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় খেলাফতে মজলিশের নেতা জাফরউল্লাহ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
আগামী শনিবার ঢাকা অভিমুখে হেফাজতে ইসলাম বাংলাদেশ লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ঘোষণা থাকলেও চট্টগ্রাম থেকে আগের দিন শুক্রবার জুমার নামাজ পড়েই ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন