শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ কর্মী আটক

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় মসজিদে লিফলেট বিতরণকালে হিযবুত তাহরীরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে ৩ জনকে জুমার নামাজ শেষে গুলশান আজাদ মসজিদে লিফলেট বিতরণকালে ও একজনকে গুলশান সেন্ট্রাল মসজিদে লিফলেট বিতরণকালে আটক করা হয়।


তবে আজাদ মসজিদ এলাকায় আটক ৩ জনের নাম জানা যায়নি। অপরদিকে, গুলশান সেন্ট্রাল মসজিদ এলাকা থেকে আটক হিযবুত তাহরীর কর্মীর নাম ঈশা খান মিশুক (২৪)।

এ বিষয়ে আজাদ মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, হিযবুত তাহরীর ৩ কর্মী লিফলেট বিতরণ করার সময় মুসল্লিরা তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।


অপরদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর গুলশান সেন্ট্রাল মসজিদের সামনে কয়েকজন ব্যক্তি হিযবুত তাহরীরের লিফলেট করছিল।

এ সময় খবর পেয়ে পুলিশ এলে তারা সটকে পড়ার চেষ্টা করে। কিন্তু, পুলিশ ঈশা খান মিশুক (২৪) নামে একজনকে আটক করতে সক্ষম হয় । 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে আটকদের একজনের নাম বলতে পারলেও বাকি ৩ জনের নাম এন্ট্রি না হওয়ায় তাদের নাম বলতে পারেননি।

তিনি জানান, লিফলেটে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন