শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

বিনা উস্কানিতে হামলা করছে হেফাজতে ইসলাম: ডা: ইমরান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বিনা উস্কানিতে হেফাজতে ইসলাম জাগরণ মঞ্চের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রজন্ম চত্বরের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার।

দেশে বিশৃঙ্খলা সৃস্টির জন্য তারা পরিকল্পিতভাবে বিভিন্ন মিছিল ও সমাবেশে হামলা চালাচ্ছে।

শনিবার প্রজন্ম চত্বরের মিছিল শেষে শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ডা. ইমরান বলেন, সকাল থেকে জাগরণ মঞ্চের কর্মীরা শান্তিপূর্ণভাবে সড়ক পথ, নৌপথ, রেলপথ অবরোধ কর্মসুচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে শ্রমিকেরা তাদের সাথে একাত্বতা প্রকাশ করে তাদের সব ধরনের যানবাহন চলাচলে থেকে বিরত আছে।

তিনি আরো বলেন, সকালে মহাখালীতে ‍বিনা উস্কানিতে হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের কর্মীরা ঘাতক দালাল নির্মুল কমিটির সমাবেশ চলাকালে সেখানে হামলা চালায়। তাদের সবধরনের কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

বিকাল ৪টায় শাহবাগ জাগরণ মঞ্চে সমাবেশ করার ঘোষণাও দেন তিনি।

এর আগে সকাল থেকে জাগরণ মঞ্চ আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করে।সকাল সাড়ে ১১টায় আন্দোলন কারীরা অবরোধের সমর্থনে প্রজন্ম টত্বরের আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ থেকে মিছিল নিয়ে কাওরান বাজার, সার্ক ফোয়ারা হয়ে আবারও শাহবাগ জাগরণের মঞ্চে ফিরে আসে।

মিছিলকারীরা মিছিলের সময় রাস্তার দুই পাশে থাকা ইসলামী ব্যাংকের প্রচারণামূলক বিভিন্ন ফেস্টুন ব্যানার ভাংচুর করে।

এর আগে শাহবাগ প্রজন্ম তত্বরের সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচী বিভিন্ন স্লোগান দিয়ে জাগরণ মঞ্চে আন্দেলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবরোধ কর্মসুচি পালনের আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন