শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

হামলাই প্রমাণ করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে

ঢাকা: হেফাজতে ইসলাম ঘোষণা দিয়েছিল, এটি তাদের রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু মিছিল থেকে গণজাগরণ মঞ্চের ওপর হামলাই প্রমাণ করে তারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এ সমাবেশ করেছে।

এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলানিউজকে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, “চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু হেফাজতের কারণে এবং শান্তি বিঘ্নিত হবে বলে তারা সমাবেশ করেনি।”

মনজুরুল আহসান খান বলেন, “মতিঝিলে পুলিশ শান্তিপূর্ণভাবে নিরাপত্তা দিয়েছে। অথচ দেশের ধর্মপ্রাণ মুসলমানকে ধোঁকা দিয়েছে হেফাজতের কর্মীরা।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন