বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

বাংলাদেশকে বয়কট দাবিতে প্রণবকে মুসুল্লিদের গণস্বাক্ষর

কলকাতা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: যুদ্ধাপরাধীদের বিচার বন্ধসহ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির সিদ্ধান্ত বাতিল না হলে বাংলাদেশকে বয়কট করার দাবিতে ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে গণস্বাক্ষরসহ  বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেবেন সে দেশের মুসল্লিরা।
মঙ্গলবার এ খবর জানিয়ে ভারত সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম বিরোধী কাজ করছেন। বাংলাদেশে ইসলাম অবমাননা হচ্ছে। সাঈদীকে ‘রাজাকার’ অপবাদ দিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে তাকে (সাঈদীকে) মুক্তি দিতে হবে। পাশাপাশি ব্লগারদের গ্রেফতারও করতে হবে।”

তিনি বলেন, “তা না হলে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের সবখানে বিক্ষোভ সমাবেশ হবে। রাজ্য জুড়ে বাংলাদেশকে বয়কটের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে ও আগামী মে মাসে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তা ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেওয়া হবে।

কামরুজ্জামান জানান, সুন্নত-ই-জামাত, মিল্লি কাউন্সিলসহ বেশ কযেকটি মুসলিম সংগঠন তাদের সঙ্গে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন