জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আজ মঙ্গলবার দুপুরে জাতীয়
প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশ শেষে ১১ এপ্রিল জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহত করতে সারা দেশে লাঠিমিছিলের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল বুধবার বেলা ১১টায় মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ শেষে ১১ এপ্রিল জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রতিহত করতে সারা দেশে লাঠিমিছিলের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামীকাল বুধবার বেলা ১১টায় মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহাসচিব (কল্যাণ) মনিরুল হক, যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার, যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন।
এর আগে ‘হেফাজতে ইসলামের নামে জামায়াতে ইসলামীর অগণতান্ত্রিক হরতালের প্রতিবাদে’ বেলা সাড়ে ১১টায় মুক্তাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ। মিছিলটি গুলিস্তান-বঙ্গবন্ধু অ্যাভিনিউ-জিরো পয়েন্ট-পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন