শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

ব্লগারদের মুক্তির দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

শাহবাগ গণজাগরণ মঞ্চের সমর্থক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে এ দাবিতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন রণন ও গুণগুণের কর্মীরাও মিছিলে অংশ নেন।


মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন আহসান হাবীব, অধ্যাপক তুহিন ওয়াদুদ, অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে আটক ব্লগারদের মুক্তির দেয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন