মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

গুজব থেকে সাবধান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ব্লগারদের আটক করা নিয়ে গুজব ছড়িয়ে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে অহেতুক উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স (বিসিবিএ)। একই সঙ্গে এসব মিথ্যা এবং বানোয়াট গুজবকে শক্ত হাতে প্রতিহত করতে ব্লগারদের প্রতি অনুরোধও জানিয়েছে বিসিবিএ।

মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবিএ অভিযোগ করেছে, কিছু অখ্যাত অনলাইন নিউজ এজেন্সি উদ্দেশ্যপূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে অহেতুক উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৯ এপ্রিল, ২০১৩) বিকেলে একটি নিউজপোর্টাল থেকে ‘ব্লগার আরিফ জেবতিক আটক’ শিরোনামের একটি সম্পূর্ণ বানোয়াট খবর অনলাইনে ছড়িয়ে পড়ে। এবং এ গুজবটি ঠিক তখনই প্রচার করা হয়, যখন শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীরা প্রতীকী লাঠি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন!

ঠিক একদিন আগে প্রায় একই সময়ে গ্রেফতারকৃত ব্লগার সুব্রত শুভর বন্ধু ব্লগার ফড়িং ক্যামেলিয়াকে আটকের গুজবও ছড়ানোর চেষ্টা করা হয়েছিলো।

এতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিসিবিএ বিবৃতিতে বলেছে, অহেতুক উত্তেজনা তৈরি করে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাহবাগে জড়ো হওয়া তরুণদের বিভ্রান্ত করতেই যে এরকম গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে তা সহজেই অনুমেয়।

উল্লেখ্য যে, গত প্রায় এক মাসে ব্লগার হত্যা, হত্যা চেষ্টা এবং গ্রেফতার ইস্যুতে অনলাইন অ্যাক্টিভিস্টরা এমনিতেই আতঙ্কিত এবং উত্তেজিত ছিলেন।

তাই বর্তমান পরিস্থিতিতে গুজব ছড়িয়ে কোনো অপশক্তি যাতে নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিসিবিএ সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। সংগঠনটি প্রাপ্ত যে কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নিতেও অনুরোধ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন