শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা এবং নারী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও লাঠি মিছিল হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এ লাঠি মিছিল বের করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
মিছিলটি নগরীর বৌদ্ধ মন্দির-এনায়েত বাজার-জুবিলী রোড হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এ লাঠি মিছিল বের করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
মিছিলটি নগরীর বৌদ্ধ মন্দির-এনায়েত বাজার-জুবিলী রোড হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা সংবাদ সংগ্রহের সময় জামায়াত-শিবির এবং হেফাজতের কর্মীরা গণমাধ্যম কর্মীদের মারধরের ঘটনার নিন্দা জানান।
তারা বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। এসব দাবি মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।
আরো বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান, ছাত্রনেতা আশিকুন্নবী চৌধুরী, রকিবুল আলম সাজ্জিব, আল কাদেরী জয়, সঞ্জয় বৈষ্ণব, সুজন বর্মণ প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. চন্দন দাশ, আবৃত্তি সংগঠন প্রমা’র সভাপতি রাশেদ হাসান প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. চন্দন দাশ, আবৃত্তি সংগঠন প্রমা’র সভাপতি রাশেদ হাসান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন