সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধ না হলে হামলাকারীদের রাজনৈতিক দলের সংবাদ বর্জনের হুমকি দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।
চট্টগ্রামসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন।
নিরাপত্তাহীনতায় তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে উল্লেখ করে তারা বলেন, জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে ‘শুদ্ধ’ সাংবাদিকতার স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা নিরাপত্তাহীনতায় কোনো ভালো চিন্তা চলে না।
অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারা। নিরাপত্তা না পেলে প্রয়োজনে দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুমকিও দেন তারা।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাবেক সভাপতি এম নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক মামুন আব্দুল্লাহ, হাসান ফেরদৌস, চৌধুরী ফরিদ, সুমি খান, শহীদুল্লাহ শাহরিয়ার, রমেন দাশগুপ্ত, মিন্টু চৌধুরী, খোরশেদুল আলম শামীম, অনিন্দ্য টিটো, প্রীতম দাশ প্রমুখ বক্তব্য দেন।
গত শুক্রবার নগরীর ওয়াসার মোড়ে দায়িত্ব পালনকালে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত হন একাত্তর টেলিভিশনের চার সাংবাদিক, সেদিন হয়রানির শিকার হন নারী সাংবাদিক সুমি খান।
রোববার বিকালে কাজীর দেউরী মোড়ে দায়িত্ব পালনকালে বিএনপি কর্মীদের হামলায় আহত হন প্রথম আলোর আলোকচিত্রী সৌরভ দাশ ও আমাদের সময়ের আলোকচিত্রী এস এম তামান্না। একই সময়ে সময় টেলিভিশনের মাইক্রোবাস ভাংচুর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন