বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার

ঢাকা: বিএনপি ও জামায়াত-শিবিরের হরতাল ও রাজনৈতিক কর্মসূচির সময় গণমাধ্যমের গাড়ী পোড়ানো ও ভাংচুরের প্রতিবাদে ৪ এপ্রিল বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথভাবে এই সমাবেশ ডেকেছে। 
আগামিকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ হবে।

বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজে’র সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক সমাবেশে সকল সাংবাদিক সদস্যকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে’র নেতৃবৃন্দ বলেন, বিএনপি অফিসের সামনে গত ১ এপ্রিল বিএনপি জামায়াত-শিবিরের ক্যাডাররা এটিএন নিউজের গাড়ি পুড়িয়েছে। এছাড়া মাছরাঙা, সময় ও বৈশাখী টেলিভিশনের গাড়ি ভাংচুর করেছে। তারই প্রতিবাদে এই সমাবেশ।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ও সংবাদমাধ্যমের ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনাদের কর্মী ও ক্যাডারদের সাংবাদিক ও গণমাধ্যমের গাড়িতে আক্রমণ বন্ধে নির্দেশ দিন। অন্যথায় সাংবাদিক সমাজ এই সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ সফল করতে সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানান নেতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন