সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নারী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে গৃহবন্দী করার অপচেষ্টা রুখে দাঁড়ান’ ব্যানারে আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক সংহতি।
সমাবেশে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘হেফাজতের কর্মসূচি কেবল নারী সমাজকেই নয়, বাংলাদেশের সংবিধানকে অবমাননা করেছে। আমরা হেফাজতের কোনো দাবি মানি না।’ এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের ওপর আঘাতকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
সরকারের উদ্দেশে রোকেয়া প্রাচী বলেন, ‘হেফাজতে ইসলামকে হেফাজতের ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। তারা নারীর উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এটা ধর্ম নিয়ে সন্ত্রাস।’
সমাবেশে আরও বক্তব্য দেন ভাস্কর রাশা, প্রকৌশলী ম. ইনামুল, মানবাধিকারকর্মী আনোয়ারুল ইসলাম, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বা আলী খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রাজীব আহসান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন