সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

জামায়াত-শিবিরের হামলায় ওসিসহ ৩ পুলিশ আহত, আটক ১৬

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে মামলার আসামী ধরতে গিয়ে জামায়াত শিবিরের হামলায় রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন, উপ পরিদর্শক (এসআই) আবুল হোসেন ও কনস্টেবল মোজাম্মেল হোসেন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহত ওসি নাজিমউদ্দিন ও কনস্টেবল মোজাম্মেল হোসেনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় পুলিশ মামলার আসামীসহ ১৬ জনকে আটক করেছে।


রোববার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন-অর রশীদ জানান, জামাতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর রাজনগরে মারামারির একটি ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনগর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৩৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এই মামলায় রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ খারপাড়া গ্রামে আসামী ধরতে গিয়ে এই হামলার শিকার হয়। এসময় খাঁরপাড়া গ্রামে বর্ষবরণের সাংষ্কৃতিক অনুষ্ঠান চলছিলো।

এসময় জামাত-শিবিরসহ ১৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে এসপি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন