সোমবার, ১৮ মার্চ, ২০১৩

ইসলামী ঐক্যজোটের কর্মসূচির প্রতি ১০০ আলেমের সংহতি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চলমান কর্মসূচির প্রতি দেশের ১০০ জন বিশিষ্ট আলেম সংহতি প্রকাশ করেছেন।
গতকাল রোববার এক বিবৃতিতে আলেমরা দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টিকারী জামায়াত-শিবিরের কর্মীদের শাস্তির দাবি জানান।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত ইসলামী ঐক্যজোট ২০ মার্চ রাজধানীতে সম্মেলন এবং ৫ এপ্রিল তাদের দাবি তুলে ধরে মহাসমাবেশ করবে।
ওলামাদের মধ্যে মাওলানা আবদুল আজিজ, মাওলানা জহির আলম, মাওলানা মোহাম্মদ শাহজাহান, মাওলানা মো. ওমর ফারুক, মাওলানা আবু আইয়ুব আনসারি, মাওলানা জাফর আহমেদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা ওয়ালিউর রহমান ও মুফতি ফয়েজ আহমেদ বিবৃতিতে স্বাক্ষর করেন। বাসস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন