শনিবার, ২৩ মার্চ, ২০১৩

সিলেটে শিবির নেতা জামাল গ্রেফতার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট: সিলেটের মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগরের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি দক্ষিণ সুরমার সাবেক শিবির নেতা জামাল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বর্তমানে মোল্লারগাঁও ইউনিয়ন জামায়‍াতের সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোর রাতে উপজেলার কামালবাজারস্থ শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সাগরের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা অন্তত ১০ থেকে ১২টি মামলার আসামি তিনি।

২০০৪ সাল থেকে পরপর চারবার দক্ষিণ সুরমা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন  তিনি।

জামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি নাসির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন