বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট: দেশে রেলপথজুড়ে জামায়াত-শিবিরের নাশকতা রুখতে সবাইকে সজাগ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে বেসরকারি মোবাইল কোম্পানি রবির উদ্যোগে স্থাপিত নিরাপদ পানির প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আহবান জানান।
তিনি বলেন, “দেশে ২ হাজার ৮৩৪ কিলোমিটারের বেশি রেলপথের নিরাপত্তা রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে সম্ভব নয়। তাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে যেখানে নৈরাজ্য সেখানেই জনগণকে তা প্রতিহত করতে হবে।”
রেলওয়ের নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, “আগামী ৬ মাসে রেলের চেহারা পাল্টে যাবে। রেলওয়ের উন্নয়নে গৃহীত ৩৮টি প্রকল্প বাস্তবায়ন হলে এর সুফল পাবে যাত্রীরা।”
আগামী জুনের মধ্যে দেশের রেলবহরে ২০ জোড়া কম্পিউটার ট্রেন যোগ হচ্ছে বলে রেলমন্ত্রী জানান।
এরই মধ্যে ২ সেট কম্পিউটার ট্রেন চীন থেকে আমাদানি করা হয়েছে। ১৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কম্পিউটার ট্রেন চালু হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।
রেলের আধুনিকায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মুজিবুল হক বলেন, “রেলের নতুন কোচ, ইঞ্জিন আমদানি ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। বিদেশ থেকে এরই মধ্যে দুটি ইঞ্জিন, ২০টি ওয়াগন আনা হয়েছে। আমদানি করা হচ্ছে ২০০ কোচ। রেলে এ কোচগুলো সংযোজন হলে নতুন এক চেহারায় আবির্ভূত হবে।”
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের, রবির চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর রেসমা খান জাহান বক্তব্য রাখেন।
রবির কর্মকর্তারা জানান, রবির স্থাপিত এ পানির প্লান্ট থেকে ঘণ্টায় ৫ হাজার লিটার সুপেয় পানি যোগান পাওয়া যাবে। এতে দিনে ৫ হাজার যাত্রী পিপাসা নিবারণ করতে পারবে। ট্যাংকটির সঙ্গে মোট ১২টি কলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি পুরুষদের, ৩টি নারীদের, একটি প্রতিবন্ধীদের জন্য এবং ৩টি অজুর জন্য সংরক্ষিত।
শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে বেসরকারি মোবাইল কোম্পানি রবির উদ্যোগে স্থাপিত নিরাপদ পানির প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আহবান জানান।
তিনি বলেন, “দেশে ২ হাজার ৮৩৪ কিলোমিটারের বেশি রেলপথের নিরাপত্তা রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে সম্ভব নয়। তাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে যেখানে নৈরাজ্য সেখানেই জনগণকে তা প্রতিহত করতে হবে।”
রেলওয়ের নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, “আগামী ৬ মাসে রেলের চেহারা পাল্টে যাবে। রেলওয়ের উন্নয়নে গৃহীত ৩৮টি প্রকল্প বাস্তবায়ন হলে এর সুফল পাবে যাত্রীরা।”
আগামী জুনের মধ্যে দেশের রেলবহরে ২০ জোড়া কম্পিউটার ট্রেন যোগ হচ্ছে বলে রেলমন্ত্রী জানান।
এরই মধ্যে ২ সেট কম্পিউটার ট্রেন চীন থেকে আমাদানি করা হয়েছে। ১৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কম্পিউটার ট্রেন চালু হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।
রেলের আধুনিকায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মুজিবুল হক বলেন, “রেলের নতুন কোচ, ইঞ্জিন আমদানি ও রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। বিদেশ থেকে এরই মধ্যে দুটি ইঞ্জিন, ২০টি ওয়াগন আনা হয়েছে। আমদানি করা হচ্ছে ২০০ কোচ। রেলে এ কোচগুলো সংযোজন হলে নতুন এক চেহারায় আবির্ভূত হবে।”
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের, রবির চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমদ, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর রেসমা খান জাহান বক্তব্য রাখেন।
রবির কর্মকর্তারা জানান, রবির স্থাপিত এ পানির প্লান্ট থেকে ঘণ্টায় ৫ হাজার লিটার সুপেয় পানি যোগান পাওয়া যাবে। এতে দিনে ৫ হাজার যাত্রী পিপাসা নিবারণ করতে পারবে। ট্যাংকটির সঙ্গে মোট ১২টি কলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি পুরুষদের, ৩টি নারীদের, একটি প্রতিবন্ধীদের জন্য এবং ৩টি অজুর জন্য সংরক্ষিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন