বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মতিঝিল থেকে:
জামায়াত-শিবির ইসলামী দল নয়, চরমোনাই পীর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রমাণ
করার জন্য। জামায়াত সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। এ কারণে বিষয়টি সবার
কাছেই পরিষ্কারভাবে প্রমাণিত।
এ মন্তব্য মুফতি আব্দুল বাতেনের।
শনিবার বিকেলে মতিঝিল শাপলা চত্বরে ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি
পরিষদ আয়োজিত মহাসমাবেশে খুলনা বিভাগের প্রতিনিধি আব্দুল বাতেন এ মন্তব্য
করেন।
তিনি আরও বলেন, “চরমোনাই পীর ঘোষণা করেছিলেন, তারা যদি নিজেদের ইসলামী
দল প্রমাণ করতে পারে তাহলে তিনি জামায়াতে যোগদান করবেন। কিন্তু জামায়াত সে
সাহস পায় নি। তার অর্থ দাঁড়ায় তারা প্রকৃত ইসলামী দল নয়। এদের কর্মকাণ্ডে
ইসলাম ধর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।”
মুফতি বাতেন বলেন, “বিগত নির্বাচনের আগে ইসলামের বিরুদ্ধে কোনো আইন না
করার ঘোষণা দিয়ে তাদের সমর্থন পেয়েছিল এই সরকার। আমরা আশা করব
জামায়াত-শিবির নিষিদ্ধ ও তাদের সব বই নিষিদ্ধ করে আবারও ওলামা মাশায়েখদের
সঙ্গে রাখবেন।”
মুফতি এনায়েত উল্লাহ বলেন, “স্বার্থ উদ্ধারের জন্য জামায়াত রাজনীতি করে।
তারা যখনই বিপদে পড়েছে তখনই ইসলামকে ব্যবহার করেছে। আর যখনই সুযোগ পেয়েছে
তখনই ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে।”
তিনি বলেন, “জামায়াত-শিবির আশির দশকে হাটহাজারী মাদ্রাসায় হামলা করেছিল। আজ তারা সেই মাদ্রাসাকে ব্যবহার করতে চাইছে।”
তিনি বলেন, “জামায়াত-শিবির আশির দশকে হাটহাজারী মাদ্রাসায় হামলা করেছিল। আজ তারা সেই মাদ্রাসাকে ব্যবহার করতে চাইছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন