বুধবার, ২৭ মার্চ, ২০১৩

জামায়াতপন্থিদের কলকাতায় বিক্ষোভের ডাক

ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ভারতের কলকাতায় মুসলিমপন্থি ১২টির বেশি সংগঠন ও মানবাধিকার সংস্থা আগামী ৩০ মার্চ বিক্ষোভের ডাক দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াত নেতাদের যখন বিচার চলছে তখনই এ দাবিতে বিক্ষোভের ডাক দিলো মুসলিম সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ বিক্ষোভে টিপু সুলতান মসজিদের শাহী ইমাম সৈয়দ মো. নুরুর রহমান বারকাতি, কসিপুর মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আতহার আব্বাস রিজভীর মতো কয়েকজন মুসলিম নেতা অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের কিছু মুসলিম সংগঠন ইসলামী বক্তা ও রাজনীতিক দেলওয়ার হোসাইন সাঈদীর মুক্তিরও দাবি জানিয়েছে। ইতিমধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

অল বেঙ্গল মাইনোরিটিজ ইয়ুথ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মো. কামরুজ্জামান বলেন, আমরা সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু এটা কোনো কাজে আসেনি। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দাবি পূরণ না হলে বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমরা ভারত সরকারের কাছে আহবান জানাবো।

নুরুর রহমান বারকাতি সম্প্রতি বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার শুধু ইসলাম বিরোধী কাজ করছে না, একই সঙ্গে মানবতাবিরোধী কাজও করেছে। এর আগে এসব সংগঠন গতকাল মঙ্গলবার বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলো। যদিও তাদের পুলিশের অনুমতি মিলেনি। এ কারণে ৩০ মার্চ বিক্ষোভ করবে তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন