রবিবার, ১৭ মার্চ, ২০১৩

রাজশাহীতে বোমা বিস্ফোরণ, আটক ৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাজশাহী মহানগরীতে রোববার রাতে হাতবোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

একই রাতে নগরীর একটি ছাত্রাবাস থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

এদিকে মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

শাহমুখদুম থানার ওসি আফজাল হোসেন বলেন, রাত সাড়ে সাতটার দিকে শিবিরকর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে।

তারা চার রাস্তার মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একটি হিউম্যান হলারও ভাংচুর করে তারা।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, রাত ৮টার দিকে সাহেববাজার জিরো পয়েন্টে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে হরতাল সমর্থকরা।

এ সময় ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছাত্রভঙ্গ করা হয়। পরে পুলিশ ওই এলাকার মোল্লা ছাত্রবাসে তল্লাশি চালিয়ে ছয়জনকে আটক করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সাগরপাড়া বটতলায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা চালালে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে জানান তিনি।

মহানগর পুলিশের কমিশনার মনির-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন