রবিবার, ১৭ মার্চ, ২০১৩

শেরপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শেরপুরে হরতালের সমর্থনে মিছিল থেকে ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।


শনিবার রাতে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার এক ছাত্রদল নেতাকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল চৌধুরী, প্রচার সম্পাদক এমদাদুল হক মাস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত ও ছাত্রদল সভাপতি আবু রায়হান রূপন।

সদর থানার ওসি মো. মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৮টার দিকে বিএনপি ও জামায়াতের অন্তত ৫০ জনের একটি দল রামদা, কিরিচ, লাঠি, হকিস্টিক ও লোহার রড নিয়ে হরতালের সমর্থনে শহরে মিছিল বের করে।

মিছিলের এক পর্যায়ে তারা নওহাটা খোয়ারপাড় এলাকার লিখন সিনেমা হলের সামনে প্রধান সড়কে চলাচলকারী অন্তত ছয়টি অটোরিকশা ভাঙচুর করে এবং রাস্তার পাশের সাতটি ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা রাসেল মেহেদী রাজিবকে (২৪) আটক করে, বলেন ওসি।

শেরপুর জেলা জজ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা কবির হোসেন বলেন, রোববার বিকালে রাসেল মেহেদী রাজিবকে আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ডরেআবেদন করে।

দ্রুত বিচার আদালতের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শরিফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন