বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে তরুণ প্রজন্মের পাশে থাকার অঙ্গীকার করলেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা।
রোববার নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে মুক্তিযোদ্ধাদের সমাবেশ থেকে এই অঙ্গীকার করা হয়।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে তরুণ প্রজন্মের পাশে থাকার অঙ্গীকার করলেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা।
রোববার নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে মুক্তিযোদ্ধাদের সমাবেশ থেকে এই অঙ্গীকার করা হয়।
মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন একাত্তরের সাব সেক্টর কমান্ডার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, গবেষক ডা. মাহফুজুর রহমান।
মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো. শাহাবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মো. ইলিয়াস মিয়া, চট্টগ্রাম জেলার ডেপুটি কমান্ডার মাবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মোজাফফর আহমেদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সভাপতি এম এ মনসুর, সাংগঠনিক সম্পাদক মরতুজা হোসেন প্রমুখ।
ইঞ্জিনিয়ার মোশাররফ গণজাগরণ আন্দোলন নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, “গণজাগরণ মঞ্চকে যিনি ‘ফঞ্চ’ বলতে পারেন তিনিই নাস্তিক। যারা গণজাগরণ মঞ্চে আসেন তারা নাস্তিক নয়।”
মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য যারা অরাজকতা করছে তাদের কোনো নিস্তার নেই।”
তরুণ প্রজন্মের আন্দোলনকে সম্মান জানিয়ে মহিউদ্দিন চৌধুরী পাড়ায় মহল্লায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।
সিপিবি নেতা শাহ আলম বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, “আপনারা জামায়াতের পক্ষে থাকা খালেদা জিয়ার পক্ষে থাকবেন, না মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের তরুণদের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত নিন।”
ডা. মাহফুজুর রহমান বলেন, “নতুন বাংলাদেশ তৈরি করতে নতুন প্রজন্ম যে মুক্তিযুদ্ধ শুরু করেছে আমরা তাদের সাথেই আছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন