সিলেট: শহীদ মিনার ও ব্যবসা প্রতিষ্ঠানে
জামায়াত-শিবিরের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং এসব
ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবিতে সিলেট নগরজুড়ে মানববন্ধন
করেছেন ব্যবসায়ীরা। সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাকে
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান ও
বিপণি বিতান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।
নগরীর বন্দরবাজার,
কোর্ট পয়েন্ট, সুরমা পয়েন্ট, জিন্দাবাজার, শহীদ মিনার প্রাঙ্গণ,
চৌহাট্টা, আম্বরখানা, দর্শনদেউড়ি, সুবিদবাজার, মিরাবাজার, শিবগঞ্জে
ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালে ব্যবসায়ী
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচীর নামে ব্যবসা প্রতিষ্ঠানে
জামায়াত-শিবিরের হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের অবিলম্বে গ্রেফতার ও
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে। এতে ব্যর্থ হলে সিলেটের
ব্যবসায়ীরা সরকারকে সব ধরনের ভ্যাট, ট্যাক্স দেয়া বন্ধ করে দেবেন। সিলেট
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিলেট
চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফারুক আহমদ মিছবাহ ও
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মোঃ মকন মিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন