স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি
বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই সম্পন্ন করা হবে। সহিংসতা কোন রাজনীতি
নয়, এটা সন্ত্রাসী কার্যক্রম। দেশে সন্ত্রাসীদের প্রতিহত করার বিধান
রয়েছে। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সংলাপের পথ খোলা রয়েছে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। শনিবার
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত ও অনার্স
কোর্স চালু উপলক্ষে আয়োজিত ছাত্র-গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ
কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও অধ্যাপক রামেন্দ্র বিকাশ দে এবং অধ্যাপিকা সামছুন্নাহার শিরিনের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ড. এমএ মোমেন, সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নূরে আলম মিনা, এলজিইডির বিভাগীয় পিডি পিকে চৌধুরী, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ। আরও বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মহি উদ্দিন, আ’লীগ নেতা আবর মিয়া তালুকদার, লুৎফুর রহমান সরকুম, ফজলুর রহমান ী ইউপি চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী।
পরে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দোলারবাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন