মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

জামায়াত-শিবির ধর্মের শত্রু: গণশিক্ষামন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন বলেছেন, ‘ধর্মকে হেফাজতের বুলি ছড়িয়ে তারুণ্যের গণজাগরণকে স্তব্দ করা যাবে না। মুখে ইসলাম ধর্মকে হেফাজতের কথা বললেও প্রকৃত পক্ষে ধর্মের সব চেয়ে বড় শত্রু জামায়াত-শিবির।’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আগ্রাবাদ স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ মঙ্গলবার এ আলোচনা সভার আয়োজন করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, `ক্ষমতা দখলের রাজনীতি করার স্বার্থে এসব ধর্ম ব্যবসায়ীরা যে কোন সহিংস কাজ করতে পারে। তাদের এ অপচেষ্টা রুখে দিতে হবে জনসাধারণকে।’
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর নেতা তারেক সোলেয়ামান সেলিম, মহিলা কাউন্সিলর রেহেনা কবির রানু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য নায়েবুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন