শনিবার, ১৬ মার্চ, ২০১৩

জামায়াতের বিরুদ্ধে ইসলামী ঐক্যজোটের সিরিজ কর্মসূচি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জামায়াত মানবতা বিরোধী ও ধর্মবিরোধী কর্মকাণ্ড করছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে মাসব্যাপী সিরিজ কর্মসূচির ঘোষণা দিয়েছে মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনস্থ রুফ টপ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এ কর্মসূচির ঘোষণা দেন।
ইসলামী ঐক্যজোটের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২০ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওলামা মাশায়েখ সম্মেলন, ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে চারটি সমাবেশ, ৫ মার্চ ঢাকায় মহাসমাবেশ।

জামায়াত ডে-লেবার হিসেবে লোক ভাড়া করে সারাদেশে সংঘাত সৃষ্টি করছে মন্তব্য করে মিছবাহুর রহমান বলেন, “জামায়াত পূর্ব পরিকল্পিত ভাবে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর দেশব্যাপী নজিরবিহীন তাণ্ডব শুরু করেছিল। এজন্য তারা বিপুল পরিমাণ টাকা ব্যয় করেছিল। এজন্য তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে।”

মাওলানা আহমদ শফী বার্ধক্যের কারণে প্রকৃত চিত্র জানেন না মন্তব্য করে তিনি বলেন, “ধর্মদ্রোহীদের বিরুদ্ধে কঠোর আইন পাশ করার জন্য লং মার্চ করে ঢাকায় আসার প্রয়োজন নেই। তিনি আলোচনা চাইলে সরকার তাঁর প্রতি শ্রদ্ধা দেখাবে।’’

যারা মহানবী (সা) বিরুদ্ধে কুৎসা রচনা করছে তাদের বিরুদ্ধে স্পষ্ট কথা বলা প্রয়োজন। ঢালাওভাবে মানুষকে নাস্তিক, মুরতাদ বলা ইসলাম অনুমোদন করে না বলেও মন্তব্য করেন মিছবাহুর ।

১৮ দলীয় জোটের অর্ন্তভুক্ত ইসলামী দলের নেতা ও ওলামারা হেফাজতে ইসলামকে সরকার বিরোধী আন্দোলনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান আলেম হযরত মাওলানা আহমদ শফীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধের কমতি নেই। কিন্তু বর্ষীয়ান এই আলেম হেফাজতে ইসলামের নিয়ন্ত্রণ একা ধরে রাখতে পারবেন কিনা এটা এখন প্রশ্ন দেখা দিয়েছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মনিরুজ্জামান রব্বানী, মাওলানা আজীজুল হক, মাওলানা মাসুদুর রহমান, গাজী আব্দুল ওহাব, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন