বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কারাগারে এক সেবককে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে।
নির্যাতিতের বাবা আব্দুস সালাম সোমবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কারাগারে এক সেবককে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে।
নির্যাতিতের বাবা আব্দুস সালাম সোমবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
বাদির বাড়ি শেরপুর জেলার হাতিআগলা গ্রামে।
তার আইনজীবী ওয়াজউদ্দীন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক জয়দেবপুর থানার ওসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আগামী ২০ মে মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন বিচারক।
চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলার বিচার চলছে। তিনি কাশিমপুর কারাগারে ডিভিশনপ্রাপ্ত আসামি।
মামলার বাদি আদালতের বারান্দায় সাংবাদিকদের বলেন, তার ছেলে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর ২০০৮ সাল থেকে কাশিমপুর কারাগারে ছিলেন। কারা কর্তৃপক্ষ তাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সেবক হিসাবে নিয়োগ দিয়েছিল। সালাউদ্দিন কৌশলে তাকে যৌন হয়রানি করেন।
কাশিমপুর কারাগারের কারা রক্ষক নেছার আলম জানান, কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য সরকারিভাবে সেবক নিয়োগের সুযোগ রয়েছে। সাধারণত কয়েদীদের মধ্যে থেকেই এ নিয়োগ দেয়া হয়।
ওই বিধান অনুসারে সাত মাস আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদীকে সেবক নিয়োগ করা হয়। কিন্তু যৌন হয়রানির অভিযোগ ওঠার পর গত জানুয়ারি মাসে ওই কয়েদীকে সেবকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ জেল সুপার জামিল আহমেদ চৌধুরীকে বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব দিয়েছে। তবে তিনি এখনো প্রতিবেদন দেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন