সোমবার, ১৮ মার্চ, ২০১৩

বাঁশখালীতে সেতুর পাটাতন খুলে নিল জামায়াত-শিবির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের বাঁশখালীতে আবারো সেতুর পাটাতন খুলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

রোববার রাতে উপজেলার নাপোড়া বাজারের উত্তর পাশের বেইলি ব্রিজটির পাটাতন খুলে ফেলা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনের হরতাল শুরুর আগের দিন সেতুর পাটাতন খুলে নেয়ার ফলে উপজেলা সদরের সঙ্গে শেখেরখীল, পুঁইছড়ি ও ছনুয়া এ তিন ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ব্রিজের একটি পাটাতন খুলে ফেলেছে। ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে দুপুর দুইটা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।”

চেয়ারম্যান ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান ওসি।

এর আগে যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর সেতুটির পাটাতন খুলে নিয়েছিল জামায়াত-শিবিরকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন