রবিবার, ২৪ মার্চ, ২০১৩

গণজাগরণ মঞ্চের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলো, মৌলভীবাজার প্রতিনিধি | তারিখ: ২৪-০৩-২০১৩
মৌলভীবাজারে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদরের পৌরসভার সামনে মেয়র চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে এ পুরস্কার বিতরণ করা হয়।

দি ইউনাইটেড কমপ্যাথ অ্যান্ড মেডিকেল সার্ভিসের সৌজন্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা মির্জা ফরিদ আহমদ বেগ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক নাসির জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাব্বির হোসেন খান এবং ইউনাইটেড কমপ্যাথ অ্যান্ড মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা অংশীদার জেবিন চৌধুরী প্রমুখ।
গণজাগরণ মঞ্চ সূত্র জানায়, ১৫ মার্চ একই স্থানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মোট ১২ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেড় শতাধিক অংশগ্রহণকারীকেও সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন