গণজাগরণ মঞ্চের তরুণদের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্য অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন বিবিসি সংলাপের বক্তারা। গতকাল শনিবার বাংলা একাডেমীতে অনুষ্ঠিত সংলাপে বক্তারা এই মন্তব্য করেন।
এবারের সংলাপে প্যানেল বক্তা ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক দিলারা চৌধুরী।
সংলাপে নানক বলেন, 'দেশের তরুণদের বিরুদ্ধে এমন মন্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য হতে পারে না।' মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, 'তারুণ্যে জাগরণ কোনো নাটক নয়, এটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের একটি অগ্রযাত্রা। এর বিরুদ্ধে খালেদা জিয়ার এমন মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। দেশের মানুষ তাঁর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে।' খালেদা জিয়ার বক্তব্য ভদ্রোচিত নয় উল্লেখ করে দিলারা চৌধুরী বলেন, 'ঢালাওভাবে মন্তব্য করা রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়।'
সংলাপে অন্য বক্তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'শাহবাগ সরকারের নতুন ষড়যন্ত্র। সরকারের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য শাহবাগ নাটক সাজানো হয়েছে। এসব নাটক করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। সরকার যদি মুক্তিযুদ্ধের একমাত্র কাণ্ডারি হয়ে থাকে তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা প্রমাণ করুক।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন