রবিবার, ১৭ মার্চ, ২০১৩

খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি ছাত্রনেতাদের

যুদ্ধাপরাধের বিচার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনগুলোর নেতারাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি ছাত্র সংগঠন।

গতকাল শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও ক্ষমতার লোভে দেশের পাঁচ কোটি তরুণকে নাস্তিক বলেছেন। তাঁর এই ধৃষ্টতা জনগণ কখনো মেনে নেবে না। ৪২ বছর ধরে জামায়াতের আমির দেশ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ নিয়ে দেশবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। প্রধান বিরোধীদলীয় নেতার মুখে জামায়াতের আমিরের মতো বক্তব্য বের হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্রঐক্য ফোরাম, আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক ও বর্তমান নেতারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন