রবিবার, ২৪ মার্চ, ২০১৩

গণজাগরণ মঞ্চের সহায়তায় যুক্তরাষ্ট্রে কমিটি

নিউ ইয়র্ক,প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গণজাগরণ মঞ্চকে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশিদের নিয়ে একটি কমিটি করা হয়েছে।

সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে ১০০১ সদস্যের এ কমিটির নাম দেয়া হয়েছে ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশ’।

কমিটির আহবায়ক হয়েছেন নিউজার্সির সিটি কাউন্সিলম্যান ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন্নবী।

২৩ মার্চ সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘টক অব দ্য টাউন’ রেস্টুরেন্টের মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে বেশ কয়েকজনকে কমিটির সমন্বয়কারী নিযুক্ত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা শিগরিই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নূরুন্নবী।

গত ১৭ মার্চ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে রাজাকারদের ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধ ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫ ফেব্রুয়ারি শাহবাগের আন্দোলনের সমর্থনে প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ চলছে। তবে ১৭ মার্চের সমাবেশটি ছিল অনেক বড়।

কমিটির অন্যতম সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজাকারদের বিচার ব্যাহত করতে এই আমেরিকায় বিপুল অর্থ ব্যয়ে জামায়াত-শিবিরের সমর্থকদের অপপ্রচার প্রতিহত করতে আমরা সক্রিয় রয়েছি।”

সভায় অন্যান্যের আরো উপস্থিত ছিলেন- ড. জিনাত নবী, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি এন আমিন, যুক্তরাষ্ট্র শাখা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয়কারী শিতাংশ গুহ, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, রিয়েল এস্টেট ব্যবসায়ী শরাফ সরকার, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আকতার আহমেদ চৌধুরী, ইসমত হক খোকন, স্বীকৃতি বড়ুয়া, নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের মিনহাজ আহমেদ সাম্মু, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজউদ্দিন সোহাগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন