সোমবার, ২৫ মার্চ, ২০১৩

গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

গণজাগরণ মঞ্চ সংবাদ
স্বাধীনতা দিবস উপলক্ষে শাহবাগের গণজাগরণ মঞ্চের তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার সন্ধ্যায় শুরু হয়েছে। এটি ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
আয়োজকেরা জানান, ২৬ মার্চে শহীদদের স্মরণে এবং যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ১৫৬টি দল অংশ নেবে।

অনুষ্ঠানে গান, আবৃত্তি, নাটক, পথনাটক, লোকজ গান, চলচ্চিত্র, তথ্যচিত্র থাকবে। গতকাল উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, সাংস্কৃতিক ইউনিয়ন, সারগাম ললিতকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। গণজাগরণ মঞ্চ এতে সংহতি জানিয়ে অংশ নেয়। শতাধিক মশাল নিয়ে মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন হয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।
মিছিলে নারীনেত্রী খুশী কবির, রেহনুমা আহমেদ, সিপ্রা বোস, অনলাইন অ্যান্ড ব্লগার অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ অংশ নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন