বুধবার, ২৭ মার্চ, ২০১৩

সংখ্যালঘুদের ওপর হামলা: সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ বুধবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকায় কর্মরত সংক্ষুব্ধ সাংবাদিকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বেলা ১১টায় এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণার পর পরই সারা দেশে শুরু হয়েছে জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডব। হত্যা, নির্যাতন, জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুর, লুটপাট, বোমা হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরসহ নানা ধরনের নাশকতায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, রাষ্ট্রীয় স্থাপনাসহ বহুমাত্রিক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বত্তরা এবং এখনো এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তবে এই সহিংসতার বেশি শিকার হয়েছে এ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী। দেশের বিভিন্ন স্থানে তাদেরকে হত্যা, নির্যাতন, লুন্ঠন ও ভাংচুরের পাশাপাশি একের পর এক ধ্বংস করা হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয় তথা মন্দির ও পূজামণ্ডপগুলো। ক্ষতিগ্রস্ত অনেক এলাকার সহিংসতা ১৯৭১ সালের বর্বতাকেও ছাপিয়ে গেছে।

এসব ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে।

একই দাবিতে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।     

সমাবেশে সাংবাদিক ও রাজনৈতিক নেতারা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।

এ কর্মসূচির সংগঠক পিটিবি নিউজ ডটকমের প্রধান সম্পাদক আশীষ কুমার দে ও  দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রাজন ভট্টাচার্য মানববন্ধন ও সমাবেশে যোগ দিতে সকল গণমাধ্যম কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন